ভিডিও ডেস্ক
জোহরান মামদানি, একজন শতভাগ কমিউনিস্ট পাগল, ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে। আগেও কিছু উগ্র বামপন্থী দেখেছি, কিন্তু এবার ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেছে। তাঁর চেহারা বিশ্রী, কণ্ঠস্বর বিরক্তিকর, আর বুদ্ধিও কম—আমেরেরিকার প্রেসিডেন্টের এমন উগ্র বর্ণবাদী কটাক্ষের পরেও নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন জোহরান মামদানি।