ভিডিও ডেস্ক
শুরু হয়েছে মহান বিজয়ের মাস। মহান বিজয়ের মাসের প্রথম দিন আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ যুব ইউনিয়ন। ০১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল নিয়ে শিখা চিরন্তনে গিয়ে মহান মুক্তিযুদ্ধের লাখো শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এ তিনটি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বিভিন্ন গণসঙ্গীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন মিছিলে অংশগ্রহণকারীরা। দেয়া হয় নানা দাবি সম্বলিত শ্লোগান।