ভিডিও ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। মহাসড়কের আশপাশের ফুটপাতের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। এই পানিতে ভেসে আসছে বাসাবাড়ির তরল বর্জ্য, যা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। দূষিত মাড়িয়ে চলাচল করছে যানবাহন। সব মিলিয়ে জনভোগান্তি চরমে।