ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস (আনন্দ মিছিল) হয়েছে। শনিবার সকালে লাল কুঠি দরবার শরীফ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পাটগুদাম ব্রিজ, জিরোপয়েন্ট, টাউন হল মোড়, নতুন বাজার মোড় এবং গাঙ্গিনারপাড় মোড় ঘুরে পুনরায় লাল কুঠি দরবার শরীফে এসে শেষ হয়। আনন্দ মিছিলে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ গ্রহণ করেন। মিছিলের নেতৃত্বদেন খাজা মুহাম্মদ সুজাউদ্দৌলা নকশেবন্দী মুজাদ্দেদী।