ভিডিও ডেস্ক
বরিশাল শহরে এক প্রসূতি মা একসঙ্গে ৫ নবজাতকের জন্ম দিয়েছেন। শহরের ডায়াবেটিস হাসপাতালে লামিয়া আক্তার নামে এই গৃহবধূ একসঙ্গে তিন ছেলে ও দুই কন্যার জন্ম দেন। দুই কিংবা তিনজন দেখা গেলেও, একসঙ্গে ৫ জনের ভূমিষ্টের খবর ছড়িয়ে পরলে গোটা বরিশাল জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।