ভিডিও ডেস্ক
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সীমান্তের দুই দেশের মানুষের আবেগ ও সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় এক নারীর মরদেহ তার বাংলাদেশি স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতীয় নাগরিক মালদহ জেলার কালিয়াচক থানার কোসিমুদ্দিনের স্ত্রী ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী মৃতের ভাই জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের আতাউর রহমান (৬০) ও তার স্বজনরা মরদেহ দেখার জন্য বিজিবি’র নিকট আবেদন করেন।