নুর মোহাম্মদ, রংপুর
রংপুর নগরীর কাচারী বাজার এলাকায় ভুক্তভোগী সাংবাদিককে রকি নামে কথিত এক জুলাই যোদ্ধার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মব সৃষ্টি করে মারধর করে। পরে তাকে জোর করে অটোরিকশায় তুলে সিটি কর্পোরেশনে নিয়ে আসা হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার কাছে ক্ষমা চাইতে বলা হয়।