আলাউদ্দিন হাসান, ঢাকা
শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. এম মাহফুজুর রহমান জানিয়েছেন, ম্যানুয়ালি বা হাতে ভোট গণনার কারণে ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভোট গণনার কাজ দ্রুত গতিতে চলছে এবং আশা করা যায় সন্ধ্যার আগেই ফলাফল পাওয়া যাবে।