আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
ফকিরহাটের মাছের ঘেরে সারি সারি ঝুলছে হলুদ, সবুজ আর কালো রঙের অমৌসুমি তরমুজ। উপজেলার ৮টি ইউনিয়নের ১০ হেক্টর জমিতে ৮০জন কৃষক চাষ করছেন এই তরমুজ। মাছের ঘেরের আইলের ওপর গাছ রোপনণ ও ঘেরে পানির ওপর মাচা হওয়ায় বাড়তি ফসলি জমি নষ্ট হচ্ছে না। আবার ঘেরের আইলের জমি উচু হওয়ায় অতিবৃষ্টি বা জলাবদ্ধতার সময় ফসলের কোনো ক্ষতি হচ্ছে না। প্রতিকেজি তরমুজ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর হলুদ ‘তৃপ্তি’ জাতের তরমুজ মিলছে ৯০ থেকে ১০০ টাকায়।