ভিডিও ডেস্ক
সিলেটে নগরীর রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত তিন দিন ধরে চলমান এই অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়। অভিযানে সিলেট মহানগর পুলিশ ও র্যাবের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।