শাহীন রহমান, পাবনা
সাড়ে ৫ ঘন্টা পর পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষামান বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সাড়ে দশটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।