ভিডিও
সাড়ে চারশো বছরের প্রাচীন বরমী বাজার ঘাটে। প্রতি বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এই হাটে কৃষকেরা তাদের উৎপাদিত নানা ধরনের শাকসবজি নিয়ে আসেন, আর একে একে পাইকাররা দামদর করে কিনে নিয়ে যান। দু’ঘণ্টার মধ্যে এখানে লাখ লাখ টাকার শাকসবজি বিক্রি হয়ে যায়।