কাওসার আহম্মেদ রিপন, ঢাকা
পুরান ঢাকার আকাশ মানেই রঙিন ঘুড়ির মেলা। আর সেই মেলার প্রস্তুতিতে এখন ব্যস্ত শাখারিবাজার। রাতপোহালেইও সাকরাইন উৎসব—তাই শিশু থেকে কিশোর, সবাই মেতেছে ঘুড়ি কেনায়। গলির পর গলি জুড়ে একটাই দৃশ্য—ঘুড়ি আর উচ্ছ্বাস।