জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে খাদ্য বিভাগের সরকারি চাল লোপাটের অভিযোগ উঠেছে। খাদ্যগুদাম থেকে ১৪০ বস্তা চাল নৈশপ্রহরীর বাড়িতে নেওয়া হলেও পরে তা গায়েব হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও দাবি উঠেছে।