ভিডিও ডেস্ক
গণভবনে নির্মাণাধীন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জাতি কখনো দিশেহারা হলে এ জাদুঘর পথ দেখাতে পারবে। তার মতে, দেশের প্রতিটি নাগরিকের অন্তত একবার এখানে আসা উচিত। শিক্ষার্থীদের দল বেঁধে জাদুঘর পরিদর্শন করা প্রয়োজন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে প্রধান উপদেষ্টা জাদুঘরে পৌঁছান। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি এবং শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের বিভিন্ন চিত্র উপস্থাপন করা অংশগুলো পর্যবেক্ষণ করেন।