ভিডিও ডেস্ক
সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজের যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশ—জিএমপির কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার ১ সেপ্টেম্বর রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশে ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নাজমুল করিম খানকে পুলিশ সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।