রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে জনস্বার্থের পাশাপাশি অর্থ, পেশীশক্তি এবং ধর্মের অপব্যবহার বিষয়ে তাদের অবস্থান জনগণের কাছে পরিষ্কার করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সুশাসন, বৈষম্যহীনতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অন্তর্ভুক্ত করতে সংস্থাটি ১৮টি সুপারিশ উপস্থাপন করেছে। রোববার (৭ ডিসেম্বর) টিআইবির ধানমণ্ডি কার্যালয়ে ‘সুশাসিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার প্রণয়নে টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই সুপারিশমালা উপস্থাপন করা হয়।