ভিডিও ডেস্ক
১৭ আগস্ট (রোববার) সনাতন সম্প্রদায়ের মনসা পূজা অনুষ্ঠিত হবে। এ দিন বিশেষ করে চট্টগ্রাম এলাকার লোকজন পূজা উপলক্ষে মা মনসার উদ্দেশে ছাগল বলি দিয়ে থাকেন। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার অন্যতম ছাগলের হাট বসে রাইখালী হাটে। এ হাটে পাহাড়ি ছাগলের সংখ্যা বেশি থাকায় আশপাশের দূর গ্রাম হতে ক্রেতারা আসেন এখানে। ছোট-বড় দেশি পাহাড়ি পাঁঠা ছাগল, হরিয়ানা ক্রস জাতের ছাগল ছাড়াও এ বাজারে ভেড়া ও হাঁস বিক্রি হচ্ছে।