ভিডিও ডেস্ক
পুকুরে সাতার কাটতে কে না ভালোবাসে। আপনি কি পুকুরে গোসল করেন? তাহলে এক মুহূর্ত দাঁড়ান! আপনার পাশের দেশ ভারতেই হানা দিয়েছে এক ভয়ঙ্কর জীবাণু, যা সরাসরি মগজ খেয়ে ফেলে! এবং বিশেষজ্ঞরা বলছেন, মিঠা পানিতে গোসল করাই এই মরণঘাতী জীবাণুর প্রধান কারণ।