ভিডিও ডেস্ক
বিয়ের সাজে বাস্ত রাস্তায় দাঁড়িয়ে এক যুবক, মাথায় টোপর, চোখে কালো চশমা, হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা— “সন্তানের বিয়ে সময়মতো দিলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে যাবে।”
বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে দেখা গেল এই অভিনব দৃশ্য।
দেখে মনে হচ্ছিল, এই বুঝি বিয়ে করতে যাচ্ছেন কোনো বর! কিন্তু না—এই যুবক বর নয়, তিনি এসেছেন সমাজকে বদলাতে।