ভিডিও ডেস্ক
চট্টগ্রাম রেলস্টেশনের আশপাশের এলাকা। রাত তখন দশটা। এক যাত্রীর দিকে হঠাৎই ছুটে আসে তিনজন ছিনতাইকারী। ফুটেজে স্পষ্ট দেখা যায়—সাদা শার্ট পরা এক যুবক দলটির নেতৃত্ব দিচ্ছে। পুলিশের ভাষ্যমতে, এই যুবকের নাম মো. ফারুক হোসেন, এলাকায় পরিচিত “চাপাতি ফারুক” নামে।