ভিডিও
আদিবাসী-বাঙালি আবাল-বৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলে দলে ঘুরে দেখছে একটি যুদ্ধ জাহাজ। বছরের অন্য সময় যার ধারে কাছে যাওয়া যায় না। তবে বিজয়ের এই দিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান জাহাজটি। তাইতো দূর-দূরান্ত থেকে করেন জাহাজ এবং মিউজিয়াম পরিদর্শন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ অনেকে।
আরও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ক্লিক করুন: https://www.youtube.com/c/AjkerPatrikabd