ভিডিও ডেস্ক
সিলেটের ঐতিহাসিক স্থাপনাগুলোকে ক্ষুদ্র শিল্পকর্মে জীবন্ত করছেন তরুণ শিল্পী মোস্তাফিজুর রহমান।তার মিনিয়েচার শিল্পকর্মে ফুটে উঠেছে কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, জৈন্তা রাজবাড়ি ও শ্রীমঙ্গলের চা–কন্যা।ছাত্রাবস্থায় আর্টস কলেজে শুরু করা শিল্পজীবন এখন ফেসবুকের মাধ্যমে মাসে লাখ টাকা আয় দিচ্ছে।পরিবারের সমর্থন ও নিজের সৃষ্টিশীলতা দিয়ে তিনি সিলেটের ঐতিহ্যকে ক্ষুদ্র রূপেও উজ্জ্বল ও জীবন্ত করছেন।