রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে।
এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।