হোম > ল–র–ব–য–হ

সোমবার সপ্তাহের সবচেয়ে বাজে দিন!

সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। 

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা। 

জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’ 

আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’ 

এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’ 

গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’ 

এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’ 

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা