হোম > ল–র–ব–য–হ

চিড়িয়াখানার বাঘ-সিংহকে খাওয়াতে পোষা প্রাণী দান করার আহ্বান

আজকের পত্রিকা ডেস্ক­

চিড়িয়াখানার মাংসাশী প্রাণীদের জন্য পোষা প্রাণী দান করার আহ্বান। ছবি: সংগৃহীত

ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

আলবর্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, তারা চিড়িয়াখানার প্রাণীদের জন্য একটি ‘স্বাভাবিক খাদ্যশৃঙ্খল’ তৈরি করতে চাচ্ছেন। ‘প্রাণীর কল্যাণ এবং পেশাদারি সততা’ উভয়ের জন্যই এটি জরুরি বলে মনে করেন তাঁরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, দান করা পোষা প্রাণীগুলোকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর মাধ্যমে ‘যথাযথভাবে’ চিড়িয়াখানার প্রাণীদের জন্য খাদ্যে পরিণত করা হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ পোস্টে উল্লেখ করেছে, ‘যদি আপনার কাছে কোনো সুস্থ প্রাণী থাকে, যা আপনি বিভিন্ন কারণে দান করতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের কাছে দিতে পারেন।’

চিড়িয়াখানার পক্ষ থেকে গিনিপিগ, খরগোশ এবং মুরগির মতো প্রাণী দানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রাণীগুলোকে অচেতন করার পর সেগুলোকে মাংসাশী প্রাণীদের খাবার হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ‘এভাবে করলে কোনো কিছুই নষ্ট হবে না এবং আমরা আমাদের মাংসাশী প্রাণীদের জন্য প্রাকৃতিক আচরণ, পুষ্টি এবং সুস্থতা নিশ্চিত করতে পারব।’

এই অনলাইন আহ্বানের সঙ্গে একটি বনবিড়ালের ছবি জুড়ে দেওয়া হয়েছে, যেখানে বিড়ালটিকে দাঁত বের করে হাঁ করে থাকতে দেখা যায়। চিড়িয়াখানার ওয়েবসাইটের একটি লিংকেও তারা ঘোড়ার মতো প্রাণী গ্রহণ করতে আগ্রহী বলে জানিয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি।

সূত্র: এপি

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া