হোম > ল–র–ব–য–হ

জলে নেমে কুমিরের সঙ্গে নাচ, ভিডিও ভাইরাল

কথায় বলে, ‘জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই কোরো না’। কিন্তু এসব কথার বিন্দুমাত্র তোয়াক্কা না করে কোমরপানিতে নেমে দিব্যি কুমিরকে নিয়ে নেচে বেড়াচ্ছেন এক ব্যক্তি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।

ল্যান্স নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে নেমে কুমিরকে জড়িয়ে ধরে মনের সুখে নাচছেন এক ব্যক্তি। ভিডিওর ক্যাপশনে লেখা—‘ফ্লোরিডা ম্যান স্ট্রাইকস অ্যাগেইন’। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলের বাসিন্দাদের অদ্ভুত সব কাণ্ডকারখানার বাতিক থেকেই ‘ফ্লোরিডা ম্যান’ ধারণার উৎপত্তি। 

এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার পর এ পর্যন্ত ১৫ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি। এ পর্যন্ত সাড়ে ৪ লাখেরও বেশি লাইক এবং ৭৮ হাজারেরও বেশি শেয়ার পেয়ে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভাইরাল এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘জীবনের অনেক কিছুরই নিশ্চয়তা নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে দিয়ে এমন কাজ কখনো হবে না’। 

অন্য এক ব্যবহারকারী তাঁর হাস্যরসাত্মক মন্তব্যে বলেন, ‘শিগগিরই তারা কুমিরদেরও বিয়ে করা শুরু করবে’। 

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এমন বিপজ্জনক ও হাস্যকর ঘটনাগুলো বেশ সাড়া ফেলতে দেখা যায়। এর আগে ইনস্টাগ্রামে আরেকটি ভিডিও ভাইরালের ঘটনা ঘটে, যেখানে দেখা যায়, এক নারী কয়েকটি সিংহের সঙ্গে খেলা করছেন। 

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী