হোম > ল–র–ব–য–হ

স্ট্রবেরি-ব্লুবেরির সামোসা! 

শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই আড্ডায় এক কাপ চায়ের সঙ্গে একটা গরম শিঙাড়া অথবা সামোসার জুড়ি নেই। আর শিঙাড়া-সামোসা মানেই যেন আলু, পেঁয়াজ আর মরিচের সংমিশ্রণে চিরাচরিত স্বাদ। তবে সেই স্বাদে বদল আনতে একেবারে ভিন্ন উপকরণ বেছে নিয়েছেন দিল্লির এক খাদ্য বিক্রেতা।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মিষ্টি স্বাদের গোলাপি ও নীল রঙের এক বিশেষ ধরনের ‘সামোসা’ পাওয়া যাচ্ছে দিল্লির একটি রেস্তোরাঁতে। আর তা তৈরিতে বিক্রেতা ব্যবহার করছেন স্ট্রবেরি ও ব্লুবেরির মতো ফল। গোলাপি সামোসা তৈরি হচ্ছে স্ট্রবেরির জ্যাম দিয়ে। আর ব্লুবেরির জ্যাম দিয়ে তৈরি হচ্ছে নীল সামোসাটি। 

গোলাপি আর নীল রঙের বাহারী এই সামোসা একেবারে শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিল্লির এক খাদ্য বিক্রেতা ভিন্ন স্বাদের এমন সামোসার উদ্যোক্তা।

দিল্লির এই দোকানটির নাম ‘সামোসা হাব’। স্ট্রবেরি-ব্লুবেরির সামোসা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক ফুড ব্লগার। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা যতই ভিন্ন ধরনের সামোসা খাই না কেন, এটি একেবারে অন্যরকম। তবে স্ট্রবেরি-ব্লুবেরির সামোসা মিষ্টান্নের কাজ করে।’

শেয়ার হতেই ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। বয়ে গেছে কমেন্টের বন্যা। কেউ এমন অদ্ভুত সামোসা দেখে খুশি হয়েছেন কেউ আবার রেগে গিয়েছেন।

একজন নেটিজেন লিখেছেন, ‘সামোসা খুবই আবেগের জিনিস। সামোসা নিয়ে এই সব চলবে না।’ আবেগের বসে একজন তো বিচার চেয়ে বসেছেন বিক্রেতার!

তবে পছন্দও করেছেন অনেক। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আহ অবশ্যই এটি খাওয়ার জন্য অপেক্ষা করছি’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘কিছু অনন্য’। আরেকজন লিখেছেন, ‘এটি বেশ আশ্চর্যজনক’।

দিল্লির ওই দোকানটি নানা ধরনের ফিউশন খাবারের জন্যই বিখ্যাত। নতুন স্বাদের স্ট্রবেরি-ব্লুবেরির সামোসার খবর চাউর হতেই বিভিন্ন বয়সের মানুষ এসে ভিড় জমাচ্ছেন দোকানে।

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা