হোম > প্রযুক্তি

আন্তর্জাতিক আইসিটি সম্মেলন শুরু ১১ নভেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত বিশ্ব সম্মেলন 'ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি'র (ডব্লিউসিআইটি) ২৫ তম আসর। আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার ' স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১-১৪ নভেম্বর এই মিলন মেলা অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এতে অংশ নেবেন।

দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে এই আয়োজন করছে। পার্টনার হিসেবে আছে বেসিস বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি। 

আজ মঙ্গলবার রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

প্রতিমন্ত্রী বলেন, প্রথমবারের মতো আমরা তথ্য প্রযুক্তি খাতের এত বড় সম্মেলনের আয়োজক হতে পেরেছি। এ জন্য আমরা গর্বিত। এতে করে আইসিটি খাতে বাংলাদেশকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সফল এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। 

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই সম্মেলনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও যুক্ত হওয়া যাবে। সম্মেলনের সমান্তরালে একই সময়ে অনুষ্ঠিত হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের অ্যাসোসিও ‘ডিজিটাল সামিট ২০২১’। সম্মেলনে ৩০টি সেমিনার, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, বিটুবি সেশন থাকবে। অনলাইনে নিবন্ধিত হয়ে এই সেমিনারগুলোতে অংশ নেওয়া যাবে।

১১ নভেম্বর মিনিস্ট্রিয়াল কনফারেন্স প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রতিদিন সেমিনারের পাশাপাশি থাকছে বিশেষ আয়োজন। 

আয়োজকদের দাবি, গত প্রায় ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে অর্জন তা এই সম্মেলনের মাধ্যমে বহির্বিশ্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে ব্র্যান্ডিং করার সুযোগ তৈরি হয়েছে। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের অংশগ্রহণে অনলাইন প্ল্যাটফর্মে প্রদর্শনীর আয়োজন করা হবে। রেজিস্ট্রেশনের শর্তে এক্সপো উপভোগ করার জন্য অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইফোনের অ্যাপ স্টোর থেকে ‘wcit 2021’ নামের অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। 

এ ছাড়া www.wcit2021.com.bd ওয়েবসাইট ভিজিট করে ভার্চ্যুয়ালি সম্মেলন ও প্রদর্শনী উপভোগ করা যাবে। ফিজিক্যাল এবং অনলাইন রেজিস্ট্রেশনসহ ডব্লিউসিআইটি সম্মেলনের যাবতীয় তথ্য www.wcit2021.org.bd ওয়েবসাইটটিতে পাওয়া যাবে।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও