হোম > প্রযুক্তি

মেটার এআই দলে যোগ দিচ্ছেন ওপেনএআইয়ের চার গবেষক

আজকের পত্রিকা ডেস্ক­

এললামা ৪ মডেল প্রত্যাশামতো ভালো পারফর্ম না করায় এই ব্যাপক নিয়োগ কার্যক্রম শুরু করেছে মেটা। ছবি: লিংকডইন

বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই থেকে একের পর এক গবেষক দলে টানছে মেটা। এর আগে ওপেনএআইয়ের গুরুত্বপূর্ণ গবেষক ত্রাপিত বানসালকে দলে টানার খবর প্রকাশিত হওয়ার পর এবার আরও চার গবেষককে নিয়োগ দেওয়ার তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ইনফরমেশন।

নতুন যে চারজন গবেষক মেটায় যোগ দিয়েছেন, তাঁরা হলেন শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিঈ এবং হংইউ রেন। তাঁরা সবাই ওপেনএআইয়ে গবেষক হিসেবে কাজ করছিলেন।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ত্রাপিত বানসাল ছাড়াও ওপেনএআই থেকে আরও তিনজন গবেষককে নিয়োগ দিয়েছে মেটা।

চলতি বছরের এপ্রিল মাসে চালু করা মেটার এললামা ৪ মডেল প্রত্যাশামতো ভালো পারফর্ম না করায় এই ব্যাপক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মডেলটির সক্ষমতা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছুটা হতাশাও তৈরি হয়। এমনকি একটি জনপ্রিয় বেঞ্চমার্কে ব্যবহৃত এললামা সংস্করণ নিয়েও মেটাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এ জন্য জাকারবার্গ নতুন একটি সুপারইন্টেলিজেন্স এআই টিম গঠন করার চেষ্টা করছেন। আর এ জন্য এআই প্রযুক্তির মেধাবী মানুষদের একত্রিত করছেন।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ডেটা লেবেলিং প্রতিষ্ঠান স্কেল এআইতে ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে মেটা। বিশাল অঙ্কের এই চুক্তির অংশ হিসেবে স্কেল এআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেক্সান্ডার ওয়াং মেটার সুপারইন্টেলিজেন্স টিমের প্রধান হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

এদিকে মেটা ও ওপেনএআইয়ের মধ্যে চলমান প্রতিযোগিতা প্রসঙ্গে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান অভিযোগ করেন, নিজেদের এআই দলে নিতে মেটা নাকি গবেষকদের ১০ কোটি ডলার বোনাস দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে তিনি আরও দাবি করেন, ‘এখনো পর্যন্ত আমাদের সেরা গবেষক কেউ মেটায় যায়নি।’

অন্যদিকে মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ কর্মীদের উদ্দেশে বলেন, শীর্ষপর্যায়ের কিছু গবেষককে হয়তো উল্লেখযোগ্য অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই অফারগুলো শুধু এককালীন বোনাস ছিল না, বরং আরও জটিল শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ