হোম > প্রযুক্তি

যে কারণে ১৪০ কোটি ডলার জরিমানা দেবে মেটা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের করা মামলার নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার জরিমানা দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় এই জরিমানার পরিমাণ প্রায় ১৬ হাজার ৪৫৫ কোটি টাকা। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানিটি বেআইনিভাবে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ টেক্সাসবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করেছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

মামলাটি নিষ্পত্তির শর্তাবলি গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। টেক্সাসের আইনজীবীদের মতে, যুক্তরাষ্ট্রের কোনো একক রাজ্যের দায়ের করা মামলায় এটিই সবচেয়ে বড় অঙ্কের নিষ্পত্তি। 

২০২২ সালে মামলাটি দায়ের করা হয়। টেক্সাসের ২০০৯ বায়োমেট্রিক প্রাইভেসি আইনের অধীনে করা এটাই প্রথম কোনো বড় মামলা। এই আইনে সর্বোচ্চ ২৫ হাজার ডলার জরিমানা দেওয়ার বিধান রয়েছে। 

 মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকের ‘ট্যাগ সাজেশন’ নামের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আপলোড করা ছবি ও ভিডিও থেকে ‘কোটো কোটি’ বার বায়োমেট্রিক তথ্য চুরি করেছে প্ল্যাটফরমটি। 

অন্যদিকে এই মামলা নিষ্পত্তি করতে পেরে সন্তুষ্ট মেটা। কোম্পানিটির মুখপাত্র বলেন, ‘টেক্সাসে ব্যবসায়িক বিনিয়োগগুলো আরও বাড়ানোর জন্য ভবিষ্যতের সুযোগগুলো অন্বেষণ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। সেই সঙ্গে টেক্সাসে উন্নত ডেটা সেন্টার তৈরিও করা হতে পারে।’ তবে আইন লঙ্ঘনের কথা অস্বীকার করে মেটা। 

এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেন, ‘নিষ্পত্তিটি রাষ্ট্রের ‘বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলোর সামনে দাঁড়ানোর এবং আইন ভঙ্গ ও টেক্সাসবাসীদের গোপনীয়তা অধিকার লঙ্ঘনের জন্য তাদের জবাবদিহি নিশ্চিত করে।’ 

রাজ্য আদালতে বিচার শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে গত মে মাসে একটি চুক্তিতে পৌঁছেছে টেক্সাস ও মেটা। 

এর আগে ২০২০ সালে বায়োমেট্রিক প্রাইভেসি মামলা নিষ্পত্তি করতে ৬৫ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছিল মেটা। মামলাটি ইলিনয় অঙ্গরাজ্যের গোপনীয়তা আইনের অধীনে দায়ের করা হয়। এটি দেশের সবচেয়ে কঠোর আইন বলে বিবেচিত। সে সময়ও আইন লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেনি মেটা। 

বায়োমেট্রিক আইন ভঙ্গের জন্য আলাদাভাবে গুগলের ওপর মামলা করেছে টেক্সাস। এই মামলার নিষ্পত্তি এখনো হয়নি।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট