২০২১ সালে টেনসেন্ট হোল্ডিংসের মালিকানাধীন চীনের প্রভাবশালী মেসেজ আদান-প্রদানের অ্যাপ উইচ্যাট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। এ নিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে সক্রিয় উইচ্যাট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ কোটিতে। তবে এর মোট ব্যবহারকারী রয়েছে ৭০ কোটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার টেনসেন্ট এ তথ্য জানিয়েছে।
টেনসেন্টের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২০ সালে উইচ্যাট ব্যবহারকারী বৃদ্ধির হার ছিল ৩৩ শতাংশ। সেই হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে উইচ্যাট ব্যবহারকারীর সংখ্যা ২০ শতাংশ কম বেড়েছে।
তবে উইচ্যাট কর্তৃপক্ষ বলছে, গত দুই বছরে বিদেশি ব্যবসায়ীদের মধ্যে এই অ্যাপ ব্যবহার ২৬৮ শতাংশ বেড়েছে। একই সময়ের মধ্যে তাদের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ বেড়েছে ৮৯৭ শতাংশ।
এ ছাড়া বছরের শেষ তিন মাসে উইচ্যাটের আয়ও বেড়েছে ১৩ শতাংশ, যা ২০০৪ সালে উইচ্যাট প্রতিষ্ঠার পর সবচেয়ে কম রাজস্ব।