হোম > প্রযুক্তি

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের ৬ শতাধিক কর্মী ছাঁটাই করছে অ্যাপল 

বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বাদ দেওয়ার পর যুক্তরাষ্ট্রে ৬০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করছে অ্যাপল। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কোম্পানিটি এ সপ্তাহে গণছাঁটাইয়ের জন্য ৬০ দিনের নোটিশ দিয়েছে। 

তালিকাভুক্ত কর্মচারীরা ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার আশপাশে অ্যাপলের বেশ কয়েকটি ভবনে কাজ করেন। এসব ভবন অ্যাপলের কিউপারটিনো সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত। 

বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, এসব জায়গায় বেশ কয়েকটি ভবন অতীতে অ্যাপলের বৈদ্যুতিক গাড়ি তৈরি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল। তাই বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করার সিদ্ধান্তের সঙ্গে ছাঁটাইগুলো সম্পর্কিত হতে পারে। 

আনুষ্ঠানিকভাবে মার্চ মাসে বৈদ্যুতিক গাড়ি প্রকল্প বন্ধ করে অ্যাপল। সেই সময়ে এই প্রকল্পে কর্মরত প্রায় ২ হাজার কর্মীকে প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল। এদের মধ্যে কয়েকজনকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কাজ করার জন্য জন জিয়ানান্দ্রিয়ার আওতায় ও অন্যান্য প্রাসঙ্গিক বিভাগে সরানোর প্রক্রিয়া শুরু করেছিল। 

আর বাকি কর্মীদের কোম্পানিটির অভ্যন্তরে অন্যান্য পদে আবেদন করার জন্য ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল। তবে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য হার্ডওয়্যার ও গাড়ি ডিজাইনারদের নিয়োগ দিয়েছিল অ্যাপল। তাই কোম্পানিটির অন্যান্য প্রকল্পে কাজ করার জন্য এসব কর্মীর পর্যাপ্ত দক্ষতা নেই। 

সম্প্রতি মাইক্রোএলইডি ডিসপ্লে তৈরির প্রকল্পও বাদ দেয় অ্যাপল। এসব প্রকল্প বাদ দেওয়ার কারণেও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে পারে অ্যাপল। 

তবে বিভিন্ন তথ্যসূত্র বলছে, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রকল্প বাদ দিয়ে ঘরে ব্যবহারের জন্য বা হোম রোবট তৈরি করার কাজে হাত দিয়েছে অ্যাপল। কোম্পানিটির প্রকৌশলীরা এমন এক রোবট তৈরি করার চেষ্টা করছে, যা ব্যবহারকারীর অনুসরণ করে পাশেপাশে থাকবে। ডিসপ্লে স্ক্রিনের মাধ্যমে রোবটিকে নিয়ন্ত্রণ করা যাবে। 

তথ্যসূত্র: ম্যাকরিউমার

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি