হোম > প্রযুক্তি

‘পাখিকে’ বিদায় জানাচ্ছে টুইটার, আসছে নতুন লোগো

বিদ্যমান ‘পাখি’ লোগোকে বিদায় জানাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। আজ রোববার টুইটারের মালিক ইলন মাস্ক নিজেই একাধিক টুইটে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি টুইটারের জন্য নতুন লোগো খুঁজছে। এমনকি তিনি একটি সম্ভাব্য লোগোর প্রস্তাবও করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে—ইলন মাস্ক তাঁর এক টুইটে প্রতিষ্ঠানটির নতুন করে ব্যান্ডিং করা হবে উল্লেখ করে লিখেছেন, ‘খুব শিগগিরই আমরা টুইটারের বর্তমান ব্যান্ডিংকে বিদায় জানাব এবং ধীরে ধীরে টুইটারের সব পাখিকেও (লোগো) বিদায় জানানো হবে।’ 

ইলন মাস্ক জানান, টুইটারের নতুন লোগো হতে পারে ‘এক্স’-এর মতো। শনিবার দিবাগত রাতে করা এক টুইটে ইলন মাস্ক বলেন, ‘যদি আজ রাতেই কেউ “এক্স”-এর মতো কোনো ভালো লোগো পোস্ট করতে পারেন, তবে আমরা আগামীকালই তা ছড়িয়ে দেব বিশ্বজুড়ে।’ 

সেই টুইটের একটু পর মাস্ক আরও একটি শর্ট ভিডিও শেয়ার করেন। যেই ভিডিওতে একটি ‘এক্স’-এর মতো লোগো চমকিত হতে দেখা যায়। এর আগে টুইটারের স্পেস অডিওতে বলেছিলেন, ‘আমাকে অনেক আগেই জিজ্ঞেস করা হয়েছিল যে টুইটারের লোগো বদলানো উচিত কি না। আসলে আরও আগেই করা উচিত ছিল।’ 

গত বছরের অক্টোবরে মাস্ক টুইটার কেনার পর থেকেই প্রতিষ্ঠানটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মাস্ক মালিকানা গ্রহণের পর কোম্পানিটি তাঁর মালিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এক্স-কর্প রেখেছে। প্রতিষ্ঠানটি সেই তখন থেকেই একটি ‘সুপার অ্যাপ’ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

এদিকে মাস্ক টুইটারের লোগো পরিবর্তনের ইঙ্গিত দিলেও টুইটার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি