হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামের ভ্যানিশ মোড কী? ব্যবহার করবেন যেভাবে 

ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদান করে থাকেন অনেকেই। ব্যবহারকারীর এসব বার্তার গোপনীয়তা রক্ষার জন্য প্ল্যাটফর্মটিতে ‘ভ্যানিশ মোড’ রয়েছে। এটি খুব সহজেই চালু করে নিশ্চিন্তে চ্যাট করা যায়। 

ইনস্টাগ্রামের ভ্যানিশ মোড কি 
ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজের সুরক্ষা দিতেই ‘ভ্যানিশ মোড’ যুক্ত করেছে মেটা। এই মোড চালু করে মেসেজ, ভিডিও, ছবি, অডিও পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। 

ভ্যানিশ মোড বন্ধ করলেও সেই মোডে থাকা অবস্থায় মেসেজগুলো হারিয়ে যাবে। তাই কোনো সংবেদনশীল চ্যাটের সময় এই মোড চালু করা যায়। তবে একজনের সঙ্গে চ্যাট করার সময়ই মোডটি চালু করা যায়। গ্রুপ চ্যাটে এই ফিচার নেই। ভ্যানিশ মোড ব্যবহারের করার আগে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন—
• ভ্যানিশ মোড চালু তার একটি নোটিফিকেশন চ্যাটের মধ্যে প্রাপকও দেখতে পারবেন। 
• এই মোড চালু থাকলে কনটেন্ট কপি, সেভ, বা ফরওয়ার্ড করা যাবে না। 
• যাদের সঙ্গে আগে থেকে কোনো চ্যাট করা হয়নি তাদের সঙ্গে চ্যাট শুরু করতে ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে না। 
• ইনস্টাগ্রামে ভ্যানিশ মোডে চ্যাট করার সময় স্ক্রিনশট নিলে বা স্ক্রিন রেকর্ড করলে তা অপর ব্যক্তিতে জানিয়ে দেওয়া হবে। 
• সব চ্যাটে এই মোড একসঙ্গে চালু হবে না। আলাদাভাবে যেকোনো চ্যাটে (গ্রুপ চ্যাট ছাড়া) ভ্যানিশ মোড চালু করতে হবে। 

ভ্যানিশ মোড চালু করবেন যেভাবে

১. ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন। 
২. ওপরের ডান দিকে কোনায় থাকা মেসেজ অপশনে ট্যাপ করুন। 
৩. এই মোডে যার সঙ্গে চ্যাটিং করতে চান সেই চ্যাট নির্বাচন করুন। 
৪. চ্যাটিংয়ে প্রবেশ করার পরে স্ক্রিনে ওপরের দিকে সোয়াইপ করে বা টেনে ধরে রাখলেই ভ্যানিশ মোড চালু হবে। এ সময় কনভারসেশনের ব্যাকগ্রাউন্ডের রং কালো হয়ে যাবে এবং ‘ইউ টার্নড অন ভ্যানিশ মোড’ লেখা সামনে দেখাবে। তবে ইনস্টাগ্রাম ডার্ক মোডে থাকলে এই পরিবর্তন বোঝা যাবে না। 

এছাড়া যার সঙ্গে আপনি চ্যাট করছেন তিনি একটি মেসেজ দেখতে পারবেন যে ভ্যানিশ মোড চালু হয়েছে। 

ভ্যানিশ মোড বন্ধ করবেন যেভাবে 
ভ্যানিশ মোড বন্ধ করার জন্য একইভাবে স্ক্রিন ওপরের দিকে সোয়াইপ করুন। এভাবে আবার ডিফল্ট মোড চালু হয়ে যাবে। যখন ব্যাকগ্রাউন্ডের রং বদলে যাবে। সেটি দেখেই বুঝে নিতে পারবেন যে ভ্যানিশ মোড বন্ধ হয়ে গিয়েছে। 

তথ্যসূত্র: লাইফ ওয়্যার

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব