হোম > প্রযুক্তি

অ্যাকাউন্ট যাচাইকরণের পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন মাস্ক 

ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার যেভাবে কোনো একটি অ্যাকাউন্ট আসল কিনা তা যাচাই করে সেই পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন তিনি। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, কেবল পদ্ধতি জানালেই হবে না একই সঙ্গে অন্তত ১০০টি অ্যাকাউন্ট যাচাইয়ের নমুনা দিলেই কেবল তিনি টুইটার কেনার ডিলে অগ্রসর হবেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘যাই হোক, যদি দেখা যায় যে—তাদের (টুইটার) মার্কিন শেয়ার বাজারে বস্তুগতভাবে মিথ্যা তথ্য দিয়ে নথিভুক্ত হয়েছে তাহলেও এই ডিল এগোবে না।’ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার কর্তৃপক্ষ টুইটারের বিষয়ে এমন কোনো ‘সন্দেহজনক অভিযোগের’ তদন্ত করছে কিনা এমন এক টুইটের জবাবে মাস্ক এই টুইট করেন। 

তবে, এই বিষয়ে জানার জন্য টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এর আগে, গত বৃহস্পতিবার টুইটার মাস্কের দাবি—টুইটার কর্তৃপক্ষ তাঁকে ভুল তথ্য দিয়ে প্রতারিত করার মাধ্যমে টুইটার ক্রয়ের বিষয়ে বাধ্য করেছিল—খারিজ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, মাস্কের দাবি ‘অকল্পনীয় এবং সত্যের বিপরীত’। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব