বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) বার্ষিক সাধারণ সভা-২০২০ গতকাল শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি (অ্যাডমিন) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি (ফাইন্যান্স) রেজাউল করিম, সহসভাপতি (একাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক (অ্যাডমিন) ফাহাদ জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক (ফাইন্যান্স) মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক (একাডেমিক) নজরুল ইসলাম ভূঁইয়া, ট্রেজারার ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম প্রমুখ।
সভায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ ২০২০ সালের বার্ষিক আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন এবং ২০২১ সালের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ ও ২০৪১ সালের যে ভিশন তা সামনে রেখে কাজ করে যাচ্ছি এবং কম্পিউটার সোসাইটি নেতৃত্ব দিচ্ছে। সোসাইটি সব পেশাজীবীকে একত্রিত করতে কাজ করছে। লেবার বেইজড সোসাইটি থেকে নলেজ বেইজড সোসাইটিতে পরিণত করার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান অধ্যাপক শরীফ উদ্দিন।