হোম > প্রযুক্তি

ইমোর নতুন ফিচার ইমো অ্যাভাটার

প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার ‘ইমো অ্যাভাটার’ উন্মোচন করেছে যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো।

জেনারেশন মেকানিজমের মাধ্যমে ফিচারটি একটি ছবির ওপর ভিত্তি করে কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিবার নতুন অ্যাভাটার পাবেন। ব্যবহারকারীদের ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে এমন অ্যাভাটার তৈরিতে স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মুডের নিরীক্ষা করা যাবে। এ ছাড়া বিভিন্ন ড্রেসআপ কার্ড ব্যবহার করে নতুন নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন। বৈশ্বিকভাবে ইমো ব্যবহারকারীরা অ্যাভাটার লাইক দেওয়ার পাশাপাশি ডুয়েট অ্যাভাটারও তৈরি করতে পারবেন।

ভার্চুয়াল সোশ্যাল ইন্টার-অ্যাকশনের সময় ব্যবহারকারীর ব্যক্তিত্ব তুলে ধরার মাধ্যমে অ্যাভাটারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এআইয়ের মাধ্যমে তৈরি অ্যাভাটার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীর কার্যকরী উপস্থিতি নিশ্চিত করবে এবং এর মাধ্যমে আসল ছবিও প্রতিস্থাপন করা যাবে। ফলে ব্যবহারকারীরা গোপনীয়তা নিশ্চিত করে নিজেদের ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। ফিচারটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।

নতুন ইমো অ্যাভাটার ফিচার নিয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতি ও এআই প্রযুক্তি একীভূতকরণের মাধ্যমে সমানতালে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এ ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদেরও উদ্ভাবনী ফিচার ব্যবহার করা প্রয়োজন। এগুলোর মাধ্যমে তাঁরা তাঁদের ব্যক্তিত্ব ও মনোভাব প্রকাশ করতে পারবেন। বর্তমানের ডিজিটাল প্রয়োজন পূরণের লক্ষ্যে ইমো ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই মজার 

ও রোমাঞ্চকর ফিচার নিশ্চিতে এই নতুন ইমো অ্যাভাটার ফিচারটি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ব্যবহারকারীরা ইমো অ্যাভাটার ফিচারটি পছন্দ করবেন।’ সহজেই ইমো ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এ ফিচার ব্যবহার করা যাবে।  

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট