হোম > প্রযুক্তি

মানুষকেও ছাড়িয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রযুক্তি ডেস্ক

প্রধান নির্বাহী নিজেই কর্মীদের হাজার ডলার খরচ করে চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট কিনে দিচ্ছেন। এর ফলে কাজেও বেশ অগ্রগতি লক্ষ্য করেছেন তিনি।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ‘জিনিস’- এর প্রতিষ্ঠাতা আকাশ নিগম তার ১২০ কর্মীকে চ্যাটজিপিটির প্লাস অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন সুবিধা দিতে প্রতি মাসে খরচ করছেন ২ হাজার ৪০০ ডলার। 

গত মার্চে, কোম্পানির প্রতিটি দলকে একঘেয়ে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে এআই চ্যাটবটের ব্যবহার শিখতে উৎসাহ দেওয়া শুরু করেন নিগম। দলগুলো হলো- গবেষণা ও উন্নয়ন, প্রকৌশল, পণ্য, অর্থ, নকশা, ও অ্যাকাউন্টিং। নিগম বিশ্বাস করেন, অফিসের কাজের সঙ্গে চ্যাটজিপিটি একীভূত করায় কোম্পানিরই উন্নতি হবে।

বিজনেস ইনসাইডারকে নিগম বলেন, ‘আমি বেশ মিতব্যয়ী ও কৃপণ ব্যক্তি। তবে আমি এটি কোম্পানির ভালো ও উন্নতির জন্য করছি।’

তিনি আরও জানান, মাত্র কয়েক মাস ধরে কর্মীরা চ্যাটজিপিটির সুবিধা পাচ্ছে। তবে এরই মধ্যে তিনি অনেক কাজে গতি লক্ষ্য করেছেন।   
 
উদাহরণস্বরূপ, ‘জিনিস’- এর ‘আর অ্যান্ড ডি’ টিম গণিত এবং কোডিং প্রশ্নের উত্তর দিতে, কীভাবে কোড ডিবাগ করতে হয় সে বিষয়ে পরামর্শ পেতে এবং রূপরেখার ওপর ভিত্তি করে প্রেজেন্টেশনের জন্য ক্রিপ্ট তৈরি করতে চ্যাটজিপিটি ব্যবহার করছে। অন্যান্য কর্মীরা সৃজনশীল সংক্ষিপ্ত বিবরণ তৈরি করতে, অভ্যন্তরীণ নীতির মতো আইনি নথি লিখতে এবং প্রযুক্তিগত প্রশ্নের উত্তর দিতে চ্যাটবটটি ব্যবহার করছেন।

তবে ‘জিনিস’ একমাত্র প্রতিষ্ঠান নয় যেটির কর্মীরা নিজের কাজে এআইয়ের সাহায্য নিচ্ছেন। ই-কমার্স জায়ান্ট আমাজনের কর্মীরা কোড তৈরি করতে, গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে এবং প্রশিক্ষণের নথি লিখতে এআই ব্যবহার করছেন। ‘পিওর ফিউশন মিডিয়ার সিইও ডেভিড লিটউইন জানান, চ্যাটজিপিটি তাঁর এক সপ্তাহে ৩০ কর্মঘণ্টা সময় বাঁচিয়েছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে প্রতিষ্ঠানের কোনো প্রকার গোপনীয় তথ্য এতে দেওয়া নিষিদ্ধ।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি