হোম > প্রযুক্তি

সিরি’র ত্রুটি সারিয়ে আইওএসের নতুন সংস্করণ উন্মুক্ত 

প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের জন্য আইওএস ১৬ দশমিক ৪ সংস্করণ আনার অল্প সময়ের মধ্যেই ১৬ দশমিক ৪ দশমিক ১ নিয়ে আসল অ্যাপল। মূলত ২টি ত্রুটি সারিয়ে আনা হয় নতুন এই সংস্করণ। এর মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি’র প্রতিক্রিয়া দেওয়া সংক্রান্ত ত্রুটি সারানো হয়েছে। 

অ্যাপল ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ মার্চ আইওএস অপারেটিং সিস্টেমের ১৬ দশমিক ৪ সংস্করণটি নিয়ে আসে অ্যাপল। পাশাপাশি অন্যান্য পণ্যগুলোর সফটওয়্যারের নতুন সংস্করণ আনা হয়। তবে কিছু অ্যাপল ব্যবহারকারী নতুন এই আপডেটে কিছু সমস্যার মুখোমুখি হন। আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ সিরির প্রতিক্রিয়া পেতে সমস্যা হচ্ছিল তাঁদের । গত ৪ এপ্রিল আইওএস ১৬ দশমিক ৪ দশমিক ১ আনার কথা জানা যায়। 

এদিকে পুরোনো সংস্করণের আইওএসসহ অ্যাপলের অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন সুবিধা প্রত্যাহারের পরিকল্পনা করছে অ্যাপল। এই সিদ্ধান্তের ফলে পুরোনো আইফোনে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ অ্যাপলের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে আইওএস ১১ থেকে আইওএস ১১.২.৬ পর্যন্ত অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাডে অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন প্রযুক্তি আর ব্যবহারের সুযোগ থাকবে না। তবে আইক্লাউড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। 

ম্যাকওএস ১০.৩ থেকে ম্যাকওএস ১০.১৩, ওয়াচওএস ৪ থেকে ওয়াচওএস ৪.২. ৩ এবং টিভিওএস ১১ থেকে টিভিওএস ১১.২. ৬ সংস্করণে চলা ডিভাইস গুলোতেও অ্যাপ স্টোর, সিরি, ম্যাপসসহ বিভিন্ন সুবিধা আর পাওয়া যাবে না।

পুরোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসগুলো থেকে নিজেদের সুবিধা আর না রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি অ্যাপল। তবে সম্প্রতি কর্মীদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণে ভবিষ্যতে অ্যাপ স্টোর, সিরি ও ম্যাপস প্রযুক্তি সমর্থন করবে না।

ধারণা করা হচ্ছে, আগামী ১ মে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। পুরোনো অপারেটিং সিস্টেম আপডেট করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সাধারণত বেশি পুরোনো অ্যাপল ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম আপডেট করা যায় না।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি