হোম > প্রযুক্তি

ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার সুবিধা আনছে মাইক্রোসফট পেইন্ট

কম্পিউটারে ছবি আকাঁর জনপ্রিয় প্রোগ্রাম মাইক্রোসফট পেইন্ট এবার ছবির ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়াসহ নতুন ফিচার আনছে। নতুন ফিচারটি ছবির বিষয়বস্তু সনাক্ত ও আলাদা করতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়। 

এখন এই আপডেট শুধুমাত্র উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে পাওয়া যাচ্ছে। যে কেউ মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করে এই  প্রোগ্রামে নিবন্ধন করতে পারবে। 

ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি মাইক্রোসফট পেইন্টের টুলবারে পাওয়া যাবে। এই টুলের কোনো নাম দেখা যায়নি। তবে টুলটির আইকনে হালকা তির্যক স্ট্রাইপসহ ব্যক্তির অবয়ব দেওয়া আছে। ছবির কোন অংশ হাইলাইট করার জন্য ‘রেকট্যাংগুলার’ টুল ব্যবহার করা যাবে। 

বিভিন্ন তথ্য সূত্র বলছে, মাইক্রোফট পেইন্টে ডাল–ই-র মত এআইভিত্তিক ছবি তৈরির সুবিধা আনা হবে।  পেইন্ট, ফটো ও ক্যামেরাসহ কিছু অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে মাইক্রোসফ্ট।

কয়েক বছর আগে প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ফিচারগুলোর সংযোজন প্রোগ্রামে নতুনত্ব নিয়ে আসবে। 

ফটোশপে এই টুলের ব্যবহারে মিশ্র ফলাফল দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বেশি উপাদান থাকলে ছবির প্রধান বিষয়বস্তু আলাদা করা কঠিন হয়ে যায়। বিষয়বস্তু থেকে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো একদম পরিষ্কারভাবে আলাদা করা যায় না। মাইক্রোসফ্টের পেইন্টের সংস্করণে এই সমস্যাগুলো রয়েছে নাকি তার জন্য পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। 
  
মাইক্রোসফট পেইন্টের এই ফিচার ছবি এডিটিংয়ে নতুন মাত্রা নিয়ে আসবে। যদিও অ্যাপটি ফটোশপকে সর্ম্পূণ নকল করবে না তবে  ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার ফিচারটি ব্যবহারকারীদের অনেক সুবিধা দিবে। 

মাইক্রোসফট বলছে,  পেইন্ট অ্যাপের ‘ফিডব্যাক হাব’ (উইন + এফ) এ গিয়ে নতুন ফিচারটি সম্পর্কে প্রতিক্রিয়া জানানো যাবে। 
 
পেইন্ট আর ফটোশপই প্রথম অ্যাপ নয় যেখানে এই ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়ার সুবিধা পাওয়া যায়। ক্যানভা, আলবেইট ও অ্যাডোবি ফ্রী এক্সপ্রেসের মত অ্যাপেও এই সুবিধা পাওয়া যায়।

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা