হোম > প্রযুক্তি

নিউজফিডের জন্য নতুন ফিচার আনবে ফেসবুক 

ফেসবুকের নিউজফিডের জন্য নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে মেটা। বলা হচ্ছে, এসব ফিচার পুরোপুরি চালু হলে ব্যবহারকারীরা ফেসবুকে নিজেদের নিউজফিড ইচ্ছেমতো সাজাতে পারবেন। সম্প্রতি মেটা এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, মেটার দেওয়া ঘোষণায় এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এসব ফিচার চালু হলে ব্যবহারকারী নিজেদের নিউজফিডকে ইচ্ছেমতো সাজাতে পারবেন। চাইলে পরিবার, বন্ধু ও স্বজনদের দেওয়া পোস্ট দেখতে পারবেন। এমনকি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা ব্যক্তি চাইলে তাঁর পেজে আসা বিজ্ঞাপনও নিয়ন্ত্রণ করতে পারবেন। 

বিবিসির খবরে বলা হয়েছে, ফেসবুকে নিউজফিডকে ‘কাস্টমাইজ’ করে মানুষের পছন্দের তালিকাগুলো যাচাই-বাছাই করতে নতুন ফিচারগুলো আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের দেওয়া পোস্টের সংখ্যা বাড়ানো এবং গ্রুপ ও বিভিন্ন পেজ থেকে আসা কনটেন্ট কমিয়ে আনা। এ ছাড়া মেটা তৃতীয় পক্ষের অংশীদারদের সঙ্গে এক হয়ে কাজ করার পরিকল্পনাও প্রকাশ করেছে। 

গত বৃহস্পতিবার ব্যবহারকারীদের নিউজফিড ‘কাস্টমাইজড’ করার কথা প্রকাশ করেছে মেটা। বলা হয়েছে, ফেসবুকের সাব মেনুতে এসংক্রান্ত একটি বিকল্প উপায় থাকবে, যা থেকে নিউজফিড নিয়ন্ত্রণ করা সহজ হবে। একজন ব্যবহারকারীর যেমন পছন্দ তিনি তেমনভাবেই তার নিউজফিড সাজাতে পারবেন। অপ্রয়োজনীয় বিষয়গুলো ‘স্নুজ’ করে রাখা যাবে। আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, ‘আমরা প্রথম অবস্থায় খুব অল্পসংখ্যক ব্যবহারকারীর সঙ্গে নতুন ফিচার নিয়ে কাজ করব। সামনের সপ্তাহ থেকে ধীরে ধীরে ফেসবুকের সব ব্যবহারকারীকে এই সুযোগ দেওয়া হবে।’ 

মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, ব্যবহারকারীদের জন্য নিউজফিডকে আরও সহজ করে তুলতে এবং মানুষ যেভাবে চায় সেভাবেই যেন এটি দেখতে পারে, সে লক্ষ্যেই এখন পরীক্ষামূলক কাজ চলছে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব