হোম > প্রযুক্তি

বিনা মূল্যে দিনে দুটি এআই ছবি তৈরি করা যাবে চ্যাটজিপিটিতে 

কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ডাল–ই ৩–এর ওপর ভিত্তি করে এআই ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। এত দিন পর্যন্ত ফিচারটি শুধু পেইড ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ফ্রি প্ল্যানের ব্যবহারকারীরাও চ্যাটজিপিটি দিয়ে প্রতিদিন দুটি করে এআই ছবি তৈরি করতে পারবে।

গত বছরের সেপ্টেম্বরে ডাল–ই ৩ মডেল উন্মোচন করে ওপেনএআই। সে সময় থেকে শুধু চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররা ফিচারটি ব্যবহার করতে পারত।

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এক ঘোষণায় ওপেনএআই বলে, ডাল–ই ৩–এর ছবি তৈরির ফিচারটি ফ্রি প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে এই প্ল্যানের জন্য প্রতিদিন দুটি করে ছবি তৈরির সীমা নির্ধারণ করা হয়েছে। আর তৈরি ছবির মানও পেইড প্ল্যানের মতোই হবে। চ্যাটজিপিটিকে বিভিন্ন নির্দেশনা দিয়ে ছবিগুলো তৈরি করা যাবে।

ফ্রি প্ল্যানের সব ব্যবহারকারীর কাছে ফিচারটি আসতে কিছুদিন সময় লাগতে পারে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড ও আইওএসের অ্যাপ ব্যবহার করে এআই ছবি তৈরি করতে পারবে। আর পেইড প্ল্যানে আগের মতো যত ইচ্ছা ততগুলো এআই ছবি তৈরি করা যাবে।

চ্যাটজিপিটি ওয়েবসাইট থেকে সাইড প্যানেল থেকে ডাল–ই ব্যবহার করা যাবে বা সাধারণভাবে নির্দেশনা দিলেও তা ব্যবহার করা যাবে। ডাল–ই ৩ মডেলে আলো, বিষয়বস্তু, ক্যামেরা অ্যাঙ্গেলের মতো বিভিন্ন নির্দেশনা দিয়ে এআই ছবি তৈরি করা যাবে।

আর যারা এই ধরনের নির্দেশনা দিতে পারবেন না, তারা চ্যাটজিপিটিকে বলেলেই প্রম্পট বা নির্দেশনা তৈরি করে দেবে। এরপর ডাল–ই ৩ মডেলে নির্দেশনাটি কপি করে পেস্ট করলেই, সেই অনুযায়ী ছবি তৈরি করে দেবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব