হোম > প্রযুক্তি

৪০ বছরের পুরোনো অ্যাপল কম্পিউটার নিয়ে হাজির ভক্ত, অভিভূত কুক 

প্রযুক্তি ডেস্ক

আজ মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে অ্যাপলের প্রথম শো-রুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক। উদ্বোধনকালে অ্যাপল ভক্তদের থেকে প্রচণ্ড সাড়া পান কুক। এই উদ্বোধন দেখতে সুদূর গুজরাট ও রাজস্থান থেকেও এসেছেন অ্যাপল ভক্তরা। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছিলেন। একজন ভক্ত বলেন, তাঁরা ঘণ্টার পর ঘণ্টা খাবার এবং গোসল ছাড়াই দোকানের বাইরে ক্যাম্পিং করেছেন।

ভক্তরা কুককে তাঁদের অ্যাপল পণ্য দেখাচ্ছিলেন। এর মধ্যে একজন ৪০ বছরের পুরোনো একটি অ্যাপল কম্পিউটার নিয়ে আসেন। পুরোনো এই কম্পিউটার দেখে কুকের চেহারায় আনন্দ ছিল একদম স্পষ্ট। 

ভক্তটি বলেন, ‘আমি ১৯৮৪ সালে এই কম্পিউটারটি কিনেছিলাম। এর পর থেকেই অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমি অ্যাপলের উন্নতির যাত্রা দেখাতে এটি নিয়ে এসেছি। এটি একটি ২ মেগাবাইটের, সাদাকালো কম্পিউটার। তবে এখন অ্যাপল ৪কে এমনকি ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লেও তৈরি করছে। অ্যাপল অনেক দূর এগিয়েছে।’

আরেকজন ভক্ত জানান, তিনি রাজস্থান থেকে এসেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত কারণ আমি টিম কুকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারি। আমি ১০ বছর ধরে অ্যাপল পণ্য ব্যবহার করছি। আমার মনে হয় আমি আজকে কিছু কিনব, তবে এখনো নিশ্চিত না।’ 

তিনি আরও জানান, তিনি রাজস্থান থেকে মুম্বাইয়ে বিমানে এসেছেন এবং অ্যাপলের দ্বিতীয় স্টোরের উদ্বোধনের জন্য তিনি পরবর্তীতে দিল্লিও যাবেন।

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি