হোম > প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি: বাহারি রঙে আসছে জেড ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬

এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল। 

বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।

এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে। 

এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)। 

গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে। 

গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে। 

এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে। 

তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও