হোম > প্রযুক্তি

কম্পিউটার থেকে স্বয়ংক্রিভাবে ফোল্ডার আপলোড হবে গুগল ফটোজে

ছবি ও ভিডিও সংরক্ষণের প্ল্যাটফর্ম গুগল ফটোজের ওয়েব সংস্করণে একটি নতুন ব্যাকআপ ফিচার নিয়ে এসেছে গুগল। ফিচারটি কম্পিউটার থেকে ফোল্ডারকে ‘স্বয়ংক্রিয়ভাবে আপলোড’ করতে পারবে। 

নতুন আপডেটের ফলে গুগল ফোটেজের ওয়েবসাইটে প্রবেশ করলেই গুগল কম্পিউটারের ফোল্ডারগুলোতে নতুন ছবি ও ভিডিও খুঁজে দেখবে এবং সেগুলো আপলোড করবে। এটি মূলত গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপের মতোই কাজ করবে। তবে এই সময়ে নিজের গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে। 

এই ফিচারটি চালু করতে অ্যাপ বারে আপলোড বোতামে ট্যাপ ক্লিক করতে হবে এবং ‘ফোল্ডার ব্যাক আপ করুন’ অপশন নির্বাচন করুন। এর ফলে কম্পিউটারের ফোল্ডারগুলো ব্রাউজ করতে পারবেন এবং পছন্দের ফোল্ডার নির্বাচন করতে পারবেন। এরপর গুগল ফটোজকে আপনার নির্বাচিত ফোল্ডার ব্যাক আপ করার অনুমতি দিতে হবে। 

আবার এই মেনু খুললে ‘ফোল্ডার ব্যাকআপ’ উইন্ডো দেখা যাবে। যেখানে নির্বাচিত ফাইলগুলো দেখা যাবে। প্রয়োজনমতো ফোল্ডারগুলো মুছে ফেলা যাবে এবং নতুন ফোল্ডার যুক্ত করা যাবে। 

গুগল ফটোজের ‘ফোল্ডার ব্যাকআপ’ ফিচারটি এখন ডেস্কটপের ক্রোম ব্রাউজারে দেখা যাচ্ছে। এর মধ্যে ক্রোমবুকও অন্তর্ভুক্ত। স্মার্টফোনের ক্ষেত্রে এই ধরনের সুবিধা অনেক আগে থেকেই পাওয়া যায়। 

তবে নতুন এই ফিচারের বেশ কিছু অসুবিধাও রয়েছে। গুগল ড্রাইভ ডেস্কটপ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তবে এই নতুন ফিচারের জন্য আপনাকে এখনো মাঝে মাঝে গুগল ফটোজের ওয়েবসাইটে যেতে হবে। তবে, এই ওয়েব ভিত্তিক ফিচারটি বেশ সুবিধাজনক। 

পর্যায়ক্রমে সব ব্যবহারকারীরা এই সুবিধা পাবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব