হোম > প্রযুক্তি

নিজস্ব গেমিং স্টুডিও চালু করছে নেটফ্লিক্স

গেমিং খাতে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব গেমিং স্টুডিও চালু করতে যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ভিডিও গেম ডেভেলপার কোম্পানি জিঙ্গা এবং ইলেকট্রনিক আর্টসের সাবেক কার্যনির্বাহী মার্কো লাস্তিক্কার নেতৃত্বে ফিনল্যান্ডের হেলসিংকিতে এই স্টুডিও চালু করা হবে বলে জানা গেছে।

এর আগেও নেটফ্লিক্সের অক্সেনফ্রি ডেভেলপার নাইট স্কুলের মতো ছোট ছোট গেম কোম্পানি কিনে নেওয়ার ঘটনা ঘটেছে। এবার প্রথমবারের মতো একটি গেমিং স্টুডিও দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে এই স্ট্রিমিং জায়ান্ট।

এ ব্যাপারে নেটফ্লিক্স গেম স্টুডিওর ভাইস প্রেসিডেন্ট আমীর রাহিমি তাঁর ব্লগপোস্টে বলেন, ‘আমরা বিশ্বমানের একটি গেম স্টুডিও নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও জানান, কোনো প্রকার বিজ্ঞাপন বা ইন-অ্যাপ পার্চেজের ঝামেলা ছাড়াই এই স্টুডিওর মাধ্যমে গ্রাহকদের কাছে বেশ কিছু আকর্ষণীয় ও মৌলিক ভিডিও গেম উপহার দেওয়ার চেষ্টা করবে নেটফ্লিক্স।

তবে নেটফ্লিক্স স্টুডিও তাদের ভিডিও গেমগুলো মোবাইলের পাশাপাশি অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য নিয়ে আসবে কি না—এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, নেটফ্লিক্স চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার হারায়, যার ফল তাদের শেয়ারমূল্য ৩৫ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। তবে এত কিছুর পরও তাদের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ২২ কোটির কাছাকাছি। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব