হোম > প্রযুক্তি

শুরু হোক তবে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন

মুহাম্মদ শফিকুর রহমান 

প্রতীকী ছবি

লেখালেখি করার সময় একটা বাক্য নিয়ে বেশ খানিকটা দ্বিধায় পড়ে গেলেন শফিক। বাক্যটা সুন্দর গোছানো হলো কি না। এর চেয়ে ভালো আরও কীভাবে লেখা যেতে পারে। টুপ করে শফিক লেখাটি চ্যাপজিপিটিতে পোস্ট দিয়ে সাহায্য চাইলেন। অমনি এই রকম অনেক বাক্য তো পেলেনই; সঙ্গে পেলেন আরও অনেক পরামর্শ। এভাবেই প্রযুক্তিনির্ভর এই যুগে চ্যাটজিপিটি একজন ভার্চুয়াল সহকারী, শিক্ষক, লেখক, কোডার, এমনকি বন্ধুও হতে পারে। এ জন্য চ্যাটজিপিটির সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে।

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

  • স্পষ্ট ও নির্দিষ্ট প্রশ্ন করুন। যেমন ভালো ছবি তুলতে হলে কী করতে হবে। অস্পষ্ট প্রশ্ন চ্যাটজিপিটি বুঝতে পারবে না।
  • প্রসঙ্গ বা লক্ষ্য বলুন। আপনি কী করতে চান, কী নিয়ে কাজ করছেন, কার জন্য করছেন—এগুলো বললে উত্তর দেওয়া চ্যাটজিপিটির জন্য সহজ হয়। ধরা যাক, ছবিতে একজন লোক দাঁড়িয়ে আছে। আপনি চাচ্ছেন, ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে লোকটির হাতে একটি চায়ের কাপ দিতে। তাহলে প্রথমে লোকটির ছবি দিন। তারপর বলুন, আমি এই লোকের ছবির ব্যাকগ্রাউন্ডে গাছপালা দিতে চাই। লোকটির হাতে চায়ের কাপ দিতে চাই। চেহারা যেন বিকৃত না হয়। এ কথা বলার কারণ, চ্যাটজিপিটি অধিকাংশ সময় আসল চেহারা বিকৃত করে ফেলে। সে তার মতো এক অবয়ব তৈরি করে ফেলে।
  • একসঙ্গে অনেক প্রশ্ন নয়। একটির পর একটি প্রশ্ন করুন। না বুঝলে প্রশ্নটা পরিষ্কার করে বলুন। মোদ্দাকথা, উদ্দেশ্য, পছন্দ, স্পষ্ট প্রশ্ন সহজে চ্যাটজিপিটি বুঝতে পারে।

ফ্রি ভার্সনের সীমাবদ্ধতা

অধিকাংশ বাংলাদেশি সাধারণত চ্যাটজিপিটির ফ্রি ভার্সন ব্যবহার করে। ফ্রি ভার্সনে এক দিনে একাধিক ছবি বারবার সম্পাদনা করা যায় না। পেইড ভার্সনের মুল্য বাংলাদেশি টাকায় দুই হাজার থেকে দুই হাজার দুই শ টাকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা বিশেষ গ্রুপের সদস্য হয়ে থাকলে তাঁরা বিশেষ অফার বা ডিসকাউন্ট পেতে পারেন। এ জন্য ওপেন আই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে।

গুগলের সঙ্গে চ্যাটজিপিটির পার্থক্য

গুগল হলো সার্চ ইঞ্জিন। আপনি কিছু জানতে চাইলে তখন সে অনেক ওয়েবসাইটের লিংক আপনার সামনে হাজির করবে। সেখান থেকে আপনাকে দরকারি তথ্য খুঁজে নিতে হবে। চ্যাটজিপিটির মতো করে গুগল আপনার সঙ্গে কথা বলতে পারে না। অন্যদিকে চ্যাটজিপিটি হলো কথোপকথন সহযোগী। আপনি কিছু জানতে চাইলে উত্তর খুঁজে অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে বলবে। আপনার ভাষায়, আপনার সঙ্গে সে কথা চালিয়ে নিয়ে যেতে পারবে।

১০০টির বেশি ভাষা

চ্যাটজিপিটি ১০০টির বেশি ভাষা বুঝতে পারে। তবে কিছু ভাষায় তার পারদর্শিতা ভালো। যেমন ইংরেজি, বাংলা, স্প্যানিশ, ফরাসি ইত্যাদি। এ ছাড়া আরও যেসব উল্লেখযোগ্য ভাষা বুঝতে পারে, সেগুলো হলো হিন্দি, আরবি, জার্মান, জাপানি, রাশান, তামিল ইত্যাদি।

প্রযুক্তির উন্নয়নের নতুন বিস্ময় চ্যাটজিপিটি। এটির সঠিক ব্যবহার আপনার বিভিন্ন কাজকে আরও সহজ করে তুলবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি