হোম > প্রযুক্তি

ভবিষ্যতে ত্বকের সঙ্গে সংযুক্ত থাকবে ফোন: মোবাইল ফোনের জনক মার্টিন কুপার 

প্রযুক্তি ডেস্ক

মোবাইল ফোনের কত রকম মডেলে এখন বাজার সয়লাব। সম্প্রতি ফোল্ডিং ফোন বের করার প্রতিযোগিতায়ও নেমেছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। তবে ভবিষ্যতে এই মোবাইল ফোন ক্ষুদ্র ডিভাইসের আকারে মানুষের ত্বকের সঙ্গে সংযুক্ত থাকবে— এমনটাই মনে করেন মোবাইল ফোনের জনক মার্টিন কুপার। 

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন কুপার বলেন, ‘ভবিষ্যতে মানুষের কানের নিচের ত্বকে ফোনের ডিভাইস যুক্ত থাকবে। যার মাধ্যমে কথা বলা ও শোনা যাবে। এই ডিভাইসটি আলাদাভাবে চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। এটি মানুষের শরীর থেকেই চার্জ নেবে। 

কুপার আরও বলেন, ‘মানুষের শরীরই একটা পারফেক্ট চার্জার। আমরা যখন খাবার খাই তখন শরীরে শক্তি উৎপন্ন হয়। তা ছাড়া, ইয়ারবাডের আকারের ছোট ওই ডিভাইস চালাতে খুব বেশি শক্তির প্রয়োজন হবে না।’

মার্টিন কুপারের কথাতেই আভাস পাওয়া যাচ্ছে খুব শিগগিরই মোবাইল ফোন প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে । এদিকে মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে সম্পৃক্ত করতে ইলন মাস্কের নিউরালিংকের মতো বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। 

১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোন উদ্ভাবনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিপ্লব ঘটান মার্টিন কুপার। তখন তিনি মটোরোলা কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ