হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে অ্যাপ আর্কাইভ ফিচার আনছে গুগল

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্টোরেজ বাঁচাতে অ্যাপ আর্কাইভ করার সুবিধা নিয়ে আসছে গুগল। এর ফলে কম ব্যবহৃত অ্যাপগুলোকে আর আনইনস্টল করতে হবে না। অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে এই ফিচার যুক্ত করবে গুগল। 

এখন গুগল প্লে স্টোরে অ্যাপ আর্কাইভ করার ফিচার আছে। তবে এ জন্য অ্যাপগুলো গুগল মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করতে হয়। এই ফিচারে কোনো ম্যানুয়াল কন্ট্রোল নেই। অন্যান্য মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আর্কাইভ করা যায় না। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন। অ্যান্ড্রয়েড ১৪ কিউপিআর ২ বেটা ২ আপডেটের কিছু কোডে এই ফিচার দেখা যায়। কোডের ভেতরে ‘আর্কাইভ’ ও ‘রিস্টোর’ অপশনও দেখতে পান মিশাল। অফিশিয়ালভাবে যুক্ত করা না হলেও ফিচারটি এসব কোডে দেখা গিয়েছে। মিশাল রহমান একটি অ্যাপ আর্কাইভ ও রিস্টোর করে দেখেন যে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডেটা জমা করে রাখে। তাই অ্যাপ রিস্টোরের পর ব্যবহারকারীকে পুনরায় সাইন ইন করতে হবে না। ফলে অ্যাপ আর্কাইভ করলে ডেটা হারানোর ভয়ও থাকবে না। 

এই পরীক্ষায় রহমান নিজের উবার অ্যাপ আর্কাইভ করে দেখেন। এই অ্যাপ তার ফোনের ৩৮৭ এমবি স্টোরেজ দখল করে রাখে। আর্কাইভ করার পরে অ্যাপের সাইজ কমে ১৭ দশমিক ৬৪ এমবি হয়। অ্যাপের আইকোনের ওপরে একটি ক্লাউড আইকোনও দেখা যায়। অ্যাপে ক্লিক করলে পুনরায় অ্যাপটি দ্রুত ডাউনলোড ও ইনস্টল হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ক্লাউড আইকোনটি হারিয়ে যাবে। । আর অ্যাপটি চালু করলে নিজের অ্যাকাউন্টে সাইন ইন করা দেখাচ্ছিল। 

গুগল প্লে স্টোর থেকে ফিচারটি ব্যবহার করার জন্য অ্যাপ স্টোরে ঢুকে নিজের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। এর সেটিংস অপশন থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ অপশনে প্রবেশ করুন। তবে অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি শুধু গুগলের প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপের জন্য প্রযোজ্য যাবে। 

যেসব স্মার্টফোনে স্টোরেজ কম সেগুলোর জন্য এই ফিচার কাজে লাগবে। জরুরি কারণে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে বা উচ্চ মানের ছবি ও ভিডিও ধারণ করার জন্য ইনস্টল করা অ্যাপগুলো আর্কাইভ করা যাবে। 

এই ফিচার ব্যবহার করার সুবিধা আইফোনে পাওয়া যায়। একে অ্যাপল ‘অ্যাপ অফলোডিং’ ফিচার বলে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোন অ্যাপগুলো আর্কাইভ করা হবে তা ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে না। 

 সামনের কয়েকমাসের মধ্যে অ্যান্ড্রয়েড ১৫ ফিচার উন্মোচন করা হবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি